প্রকাশিত: Wed, Jan 25, 2023 1:39 PM
আপডেট: Mon, Jan 26, 2026 5:44 AM

অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে: পরিবেশমন্ত্রী

আনিস তপন: বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, লাইসেন্সবিহীন যেসব ইটভাটা আছে, সেগুলো বন্ধের জন্য আমরা তাদের তৎপর হতে বলেছি। এছাড়াও ?বন ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। 

বুধবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে টিলা ও মাটি কাটা রোধ করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চান মন্ত্রী। তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসিদের সেশনের পর সাংবাদিকদের এ কথা জানান। 

জেলা প্রশাসকদের পক্ষ থেকে কোনো দাবি বা প্রস্তাব ছিল কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা অনেক কিছু জানতে চেয়েছেন। অনেক জায়গায় আমাদের পরিবেশের অফিস নেই। বাংলাদেশের ৬৪ জেলার ৫০টিতে অফিস আছে, ১৪টিতে এখনও হয়নি। তারা অফিস ও জনবল চেয়েছেন। এ ব্যাপারে আমরা তাদের আশ্বস্ত করেছি, বাকি ১৪টি জেলায় আমরা পরিবেশের অফিস করব এবং জনবল নিয়োগ দেব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব